আন্তর্জাতিক

কাতারে মার্কিন ঘাঁটিতে প্রবেশে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সাময়িকভাবে সীমিত করেছে দোহার মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে’ তারা দূতাবাসকর্মীদের জন্য এই সীমাবদ্ধতা আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আল উদেইদ ঘাঁটি হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে—যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হলে, তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও তাদের লক্ষ্যবস্তু বানাবে।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button