খবর

লেবার পার্টি ছাত্র মিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেবার পার্টির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের ইফতার মাহফিল আজ ১৬ এপ্রিল উত্তরা দি এভিয়েরি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র মিশন সভাপতি শাকিল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।

প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন ভালো নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী।

শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অধিক বেতন দিয়ে পড়ালেখা করতে হচ্ছে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টি অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিকভাবে কমিটি গঠনের জন্য কাজ করছে। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, ছাত্র মিশন সাধারণ সম্পাদক ইমরানুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাসপিয়া সুলতানা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সভাপতি অজয় কান্তি মজুমদার, ঢাকা মহানগর সভাপতি কামরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আহসান উল্লাহ মনি, মঞ্জুরুল ইসলাম, নাজমুন নাহার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button