বিনোদনসাহিত্য ও বিনোদন

চলে গেলেন গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ

গীতিকবি এবং গীতিকবি সংঘ বাংলাদেশের উপদেষ্টা সৈয়দ আশেক মাহমুদ আর নেই।

আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।

তিনি বলেন, আজ (২১ জানুয়ারি) আসর নামাজের পর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গীতিকবির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’-এর গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ। তার লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ প্রভৃতি। গানগুলোর সুরকার প্রণব ঘোষ।

এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান লিখেছেন আশেক মাহমুদ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’।

Related Articles

Leave a Reply

Back to top button