আন্তর্জাতিক
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক যুবক নিহত হয়েছেন। এছাড়া বুধবার (৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে অন্তত ২১ জনকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনার পর পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলের দাবি, সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ার জবাবে গুলি চালায় তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে একটি শরণার্থী শিবিরে অভিযান চালাতে গেলে বাধার সম্মুখীন হয় ইসরায়েলি সেনারা। এ সময় গুলি চালালে এক যুবক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের বুকে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই যুবকের মরদেহ কাঁধে নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি।
এক বিবৃতিতে তেল আবিব দাবি করেছে, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই নিজেদের দায়িত্ব পালন করেছে সেনারা। বেশ কয়েকজনকে আটকও করা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ‘বিস্ফোরক বস্তু’ নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। পরে নিজেদের প্রাণ রক্ষায় গুলি চালায় সেনারা।