ওমিক্রনের নতুন উপধরন অধিক সংক্রামক
ইউরোপের দেশ ডেনমার্কে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের উপধরন (সাবভেরিয়েন্ট) বিএ.২ । আফ্রিকায় শনাক্ত হওয়া উপধরনটি ওমিক্রনের আরেকটি উপধরন বিএ.১-এর চেয়ে অনেক বেশি সংক্রামক বলে মনে করছে বিশেষজ্ঞরা । টিকা নেওয়া ব্যক্তিদের সংক্রমিত করার ক্ষমতাও এর বেশি। ডেনমার্কের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। [ খবর বার্তা সংস্থা রয়টার্স। ]
দেশটিতে করোনায় আক্রান্ত সাড়ে আট হাজার মানুষের ওপর গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে গবেষণাটি পরিচালনা করা হয়। সেখানে দেখা গেছে, বিএ.২ উপধরনে আক্রান্ত ব্যক্তিরা বিএ.১ উপধরনে আক্রান্ত ব্যক্তিদের চেয়ে ৩৩ শতাংশ বেশি অন্য ব্যক্তিদের সংক্রমিত করতে পারে। বিশ্বজুড়ে যেসব মানুষ ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাদের ৯৮ শতাংশই বিএ.১ উপধরনে সংক্রমিত। তবে ডেনমার্কে দ্রুতই বাড়ছে বিএ.২-এর সংক্রমণ।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণে হাজারের ওপরে মৃত্যু হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রে। শেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সব থেকে বেশি প্রাণহানি ঘটেছে। এ সময়ে দেশটিতে এক হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মারা গেছেন এক হাজার ১৫৩ জন।
শনাক্তের দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ভারত, তৃতীয় রাশিয়া ও চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি।