বিনোদনসাহিত্য ও বিনোদন

মদ্যপ ছিলাম না, পরীক্ষা করে প্রমাণ দিতে রাজি : স্পর্শিয়া

মধ্যরাতে বন্ধুর সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ ছিল পুলিশের। এরপর ওই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে পুলিশের সঙ্গে স্পর্শিয়া ও তার বন্ধুকে রাগারাগি করতে দেখা যায়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বলাবলি করছেন, মদ খেয়ে মাতলামি করেছেন স্পর্শিয়া ও তার বন্ধু। তবে সেই অভিযোগ মানতে নাড়াজ অভিনেত্রী। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি মদ্যপ ছিলেন না।

ঘটনার বর্ণনা দিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমার ভাইয়ের জন্মদিন ছিল। তো রাত ১২টার দিকে আমরা কেক নিয়ে ওর বাসার দিকে যাচ্ছিলাম। ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে আমরা যখন ৮/এ তে টার্ন নিচ্ছিলাম, ওটা একটু রাফ ছিল। সেখানেই কয়েকজন পুলিশ ছিলেন, তারা আমাদের গাড়ি থামাতে বলেন। আমরা গাড়ি থামিয়ে তাদেরকে শতভাগ সহযোগিতা করি। অবশ্য আমি গাড়িতেই ছিলাম, আমার বন্ধু প্রাঙ্গন নেমে কথা বলেছিল।’

গাড়িতে কেক, খিচুড়ি ছাড়া কিছুই ছিল না দাবি করে স্পর্শিয়া বলেন, ‘পুলিশ সদস্যরা গাড়ির কাগজপত্র চেক করেছেন, গাড়ি চেক করেছেন, কিন্তু কোনো ত্রুটি পাননি। কেক, খিচুড়ি ছাড়া গাড়িতে কিছু ছিল না। আমি প্রায় ৩০-৪০ মিনিটের মতো গাড়িতে বসে ছিলাম। এক পর্যায়ে আমার বন্ধু আমাকে বাসায় চলে যেতে বলে। কিন্তু অতো রাতে আমি একা একটা মেয়ে কীভাবে যেতাম। কোনো রিকশাও ছিল না ওখানে। এ কারণে আমি আর আসতে পারিনি।’

অভিনেত্রী আরও বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমি গাড়ি থেকে বের হই এবং পুলিশদের সঙ্গে কথা বলি। গাড়িতে কিছু পেয়েছেন কিনা, কাগজপত্রে কোনো সমস্যা আছে কিনা। এবং মূল কথা হলো আমরা মদ্যপ ছিলাম না। আমি সেটা প্রমাণ করতে পারি।’

স্পর্শিয়া বলেন, ‘আমি জানি না, আমার জায়গায় আপনারা থাকলে কী করতেন। আমি আমার মেজাজ হারিয়ে ফেলি। হয়ত সেটা আমার ভুল হয়েছে। কিন্তু সেটা কোনো মাতলামি ছিল না। কারণ মাতলামি করার জন্য মদ খেতে হয়। গতকাল রাতে আমরা কেউই ড্রিংক করা ছিলাম না। এখন রাগারাগি করাকে যদি মাতলামি বলা হয়, এটা ঠিক না।’

সবশেষে স্পর্শিয়া বলেন, আমি মোটেও মদ্যপ ছিলাম না, সেটা প্রমাণ করতে রাজি। পুলিশ কিংবা যদি কোনো গণমাধ্যমের পক্ষ থেকে কেউ যদি চান, তাহলে পরীক্ষা করাতে রাজি আমি।

Related Articles

Leave a Reply

Back to top button