গণমাধ্যম

ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পাচ্ছে ইআরএফ

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) পাচ্ছে, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা।

ডব্লিউসিওর পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মনোনয়ন দিয়েছে।

আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিকভাবে কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানে ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট দেয়া হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

গতকাল শনিবার ইআরএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সরবরাহ চেইন নিরবচ্ছিন্ন রাখতে কাস্টমস এবং ভ্যাট-সংক্রান্ত এনবিআরের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সংশ্নিষ্টদের সচেতন করতে ভূমিকা রাখছে ইআরএফ। এর স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হচ্ছে।

ইআরএফ এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম জানান, জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মাননা ইআরএফ প্রথমবারের মত পেতে যাচ্ছে। ডাব্লিউসিও সম্মাননা অর্থনৈতিক বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইআরএফ সদস্যদের সম্মিলিত কাজের স্বীকৃতি। আগামীতে আরও বেশি বিশ্ব বাণিজ্যসহ অর্থনৈতিক সংবাদ তৈরিতে অনুপ্রাণিত করবে বলেও জানান রাশিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button