জাতীয়
রংপুর-৩ আসন জাপা চাইলে বিবেচনা: ওবায়দুল কাদের
আনুষ্ঠানিকভাবে চাইলে রংপুর-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়ে বিবেচনা করার কথা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বিশ্বের সব দেশেই মহাসড়কে টোল আদায় করা হয়। এতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হচ্ছে কিনা জানতে চাইলে আওয়ামী সাধারণ সম্পাদক জানান, কমিটির পরিবর্তন, সংশোধন এবং সংযোজনের এখতিয়ার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনিই বিষয়টি দেখবেন।
মহাসড়কে টোল নেয়ার সিদ্ধান্তটি বহাল আছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বহু দেশেই মহাসড়কে টোল আদায় করা হয়।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করার মতো কোনো ইস্যু না থাকায় কেবল সরকারের সমালোচনাই করছে বিএনপি।