প্রীতি ওয়ারেসার ফেসবুক ওয়াল থেকে
গত জুনে কক্সবাজার গিয়ে বাচ্চারা বিচে খেলছিল। হঠাৎ কন্যা কাঁদতে কাঁদতে এসে জানালো এক রোহিঙ্গা তার দিকে খাবারের প্যাকেট ছুঁড়ে মেরেছে। তাকিয়ে দেখি তার গাল লাল হয়ে আছে। গালে হাত বুলিয়ে বললাম, সে যে রোহিঙ্গা কেমনে বুঝলে?
বজ্জাতের হাড্ডি, দেখলে তুমিও বুঝতে।
কন্যার মতামতে আর বাগড়া দেইনি। মানুষের বিরক্তির চুড়ান্ত অবস্থাটা সবসময় খুব ছোটখাটো বিষয়েই বোঝা যায়।
দুইবছরে রোহিঙ্গাদের পেছনে ৭২ হাজার কোটি টাকা খরচ! অথচ এই টাকা দেশীয় উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ হতে পারতো! এই টাকায় চতুর্থ শিল্প বিপ্লব একশগুণ তরান্বিত হতে পারতো। দেশে কৃষি উপযোগী ভূমি কমে আসছে, এই টাকা ভবিষ্যৎ কৃষি গবেষণার কাজে লাগতে পারতো! এই টাকায় অনেকগুলো উপজেলা সদরে অত্যাধুনিক হাসপাতাল হতে পারতো! এই টাকা শিক্ষাখাতে ব্যয় করলে আহা কত্ত সোনার ছেলে তৈরি হতো!
এবং এই টাকার কণাকাঞ্চি বরাদ্দ পেলেও আমার দুইটা প্রজেক্ট চালু হতে পারতো!
অথচ হাজার টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে।