নতুন কোচ পেলো পাকিস্তান
অবশেষে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউসুফ ও রাজ্জাক।
দীর্ঘ সময় ধরেই স্থায়ী কোচের সন্ধানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই এই সিরিজের জন্যই ইউসুফকে হেড কোচ আর রাজ্জাককে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমে জোর গুঞ্জন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে পাকিস্তানের কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে পিসিবি)। খুব শিগগিরই পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকার কারণে গ্যারি কারস্টেনের সাথে আলোচনা এখনও শেষ হয়নি। অন্যদিকে গিলেস্পি তার পারিশ্রমিক এবং পাকিস্তানে কত দিনের জন্য উপস্থিত থাকতে হবে এসব শর্তের খোলাসার পর দায়িত্ব নিতে সম্মত হয়েছে।
সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে বাবরেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে পাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের পর বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে গিলেস্পি দায়িত্ব শুরু করবেন।