বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘করোনা ভাইরাসের সংকট পুঁজি করে ‘একটি দল’ বিভেদের রাজনীতি করছে’।
বুধবার (১ এপ্রিল) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব নেতৃবৃন্দ যেখানে করোনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমাদের দেশের ‘একটি দল’ সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে। বিভেদ নামক ভাইরাসও জাতির জন্য মারাত্মক।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কেউ রাজনীতি করার মতো হীন প্রচেষ্টা চালাবেন না। আসুন আমরা সকলে মিলে এই ভয়াবহ সঙ্কট উত্তরণে সচেষ্ট হই। জনগণের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলি। আমরা যদি সকলে একসাথে সচেতনতামূলক প্রয়াস চালাই তাহলে করোনা ভাইরাসের বিস্তার রোধে আমরা সক্ষম হবো। আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ।’
সেতুমন্ত্রী বলেন, ‘প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব আজ উদ্বিগ্ন এবং নজিরবিহীন ভয়াবহ পরিস্থিতিতে। সীমাবদ্ধতার মাঝেও আমরা শক্তিশালী ও সমন্বিত নীতি নির্ধারণের মাধ্যমে তুলনামূলকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর সেটি সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে । সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘বাস্তবতাকে স্বীকার করেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশবাসীকে সর্তকতা ও সচেতনতা অবলম্বলের আহ্বান জানাচ্ছি। আমরা দল-মত-শ্রেণি নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা চেয়েছি। অথচ দুর্ভাগ্যের বিষয় এই যে আজকের এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা এসময় জনগণের পাশে না দাঁড়িয়ে করোনা পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লুটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’
ওবায়দুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারা করোনা ভাইরাস প্রতিরোধে খাদ্যসামগ্রী নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন আমরা তাদেরকে আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’