কক্সবাজারে সারাদিনই থাকতে পারে বৃষ্টি
সাদ্দাম হোসাইন। কক্সবাজার প্রতিনিধি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে কক্সবাজারে। আজ সারাদিন দমকা বাতাসসহ বৃষ্টি চলতে পারে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, কক্সবাজার উপকূল থেকে ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ বাতাসের গতি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ঘণ্টায় ১১১ কিলোমিটার।
আজ সারাদিন দমকা বাতাসসহ বৃষ্টি চলতে পারে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান নিউজনাউ বাংলাকে বলেন, এখনও পর্যন্ত কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সাগরে জোয়ার এলে পানি ও বাতাসের তীব্রতা কিছু বাড়তে পারে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের গতি। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তাদের মধ্যে অনেকেই সকালে ঘরে ফিরেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি চাকমা বলেন, মহেশখালীতে যে বেড়িবাঁধ ভেঙে যায় সেটি মেরামত করা হয়েছে। পরিস্থিতি এখন স্বভাববিক।