এমপি আনার হত্যার পরিকল্পনায় বন্ধু শাহীন!
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহের তালিকায় বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীনের নাম। ভারতের যে বাসা থেকে রক্তমাখা কাপড় উদ্ধার হয়েছিলো, সেটিও ভাড়া নেয়া হয় তার নামে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড এবং তাতে শাহীন জড়িত বলে সন্দেহ আনারের অন্য বন্ধুদেরও। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে দুই দেশের গোয়েন্দারাও। এদিকে, রাজনৈতিক কারণ নিয়ে দিনভর যে আলোচনা, তার সঙ্গে দ্বিমত স্থানীয় নেতাদের।
গত কয়েকদিন আলোচনায় ছিলো ভারতে চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য। নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার। মরদেহ উদ্ধার না হলেও নিউটাউনের সাঞ্জিভা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তমাখা জামাকাপড়। প্রতিবেশী দেশের সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। দেশটির গোয়েন্দাদের দাবি, এমপি আনারকে হত্যার পর ছিন্নভিন্ন দেহ তিনটি ট্রলিব্যাগে করে ফ্ল্যাট থেকে নিয়ে যায় হত্যাকারীরা।
গোয়েন্দাসূত্র বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীন। যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল।