জাতীয়

ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড মেল

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মার্কিন নিষেধাজ্ঞা নীতি ব্যুরোর সাবেক পরিচালক ডেভিড স্লেটন মেল। বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের দায়িত্ব শেষ হওয়ার পর মেল দায়িত্ব গ্রহণ করবেন।

ডেভিড স্লেটন মেল, মন্ত্রী-কাউন্সেলর পদমর্যাদার সিনিয়র ফরেন সার্ভিসের একজন সদস্য, বর্তমানে চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

এই দায়িত্বের আগে তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন। 

অন্যান্য যেসব পদে তিনি অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে রয়েছে ওয়াশিংটন, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক। 
 
ফরেন সার্ভিসে যোগদানের আগে, মেলে স্প্রিন্ট টেলিকমিউনিকেশনের কর্পোরেট ফাইন্যান্সে পদে অধিষ্ঠিত ছিলেন।  তিনি  ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এম.এস করেছেন। 
 
টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং বিএ করেছেন ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে।  তিনি ডেপুটি চিফ অফ মিশনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button