ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
মেহেদী হাছান পাপ্পু, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জের তাহমিনা আক্তার রিমা নামে এক নারী শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ফেসবুকে পোস্ট দেওয়ার ২০ মিনিটের মধ্যে আত্মহত্যার খবর পান স্বজনেরা।
হাজীগঞ্জের কাজীরগাঁও এলাকায় চাঁদপুর-লাকসাম রেলওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,উপজেলার ধড্ডা দেওনজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার দুই বছরের ছেলে আব্দুর রহমান।
জানা গেছে, প্রবাসী স্বামী ভরণ-পোষণ দেন না বলে প্রায় এক মাস আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাহমিনা আক্তার।
এদিকে স্বজনরা বলছেন, ‘স্বামী মাসুদুজ্জামান দেশে এসে বিষয়টি সুরাহা না করে প্রবাসে চলে যাওয়ায় আত্মহননের সিদ্ধান্ত নেয় তাহমিনা। বিয়ের পর থেকে তাহমিনা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তাদের চার বছরের এক কন্যাসন্তান রয়েছে।’
মৃত্যুর আগে ফেসবুকে তাহমিনা লেখেন, ‘আমি তাহমিনা আক্তার রিমা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মেয়েটারে সবাই দেখে রাখবেন; ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার মা-বাবাকে কেউ কোনও দোষারোপ করবেন না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। মা, আব্বু, রিপা, জুবায়ের, সুফিয়ান ভাই, মামা-মামি আমার মেয়েটারে দেইখা রাইখেন আপনারা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’