চট্রগ্রামজেলার খবর

চকোরিয়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন সম্ভাব্য প্রার্থী

সাদ্দাম হোসাইন (কক্সবাজার) প্রতিনিধি:

চকোরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ রোববার ২১ এপ্রিল উপজেলা নির্বাচন অফিস বরাববরে মনোনয়ন পত্র তারা দাখিল করেছে। আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষদিন ছিল।

এ বিষয়ে চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম নিউজ নাউ বাংলাকে জানান, চেয়ারম্যান পদে যারা দাখিল করেছেন তারা হলেন, ফজলুল করিম সাঈদী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) রেজাউল করিম (সাবেক উপজেলা চেযারম্যান) সাবেক এমপি জাফর আলম।

অপরদিকে নতুন মুখ হিসেবে রয়েছেন তিনজন। তারা হলেন, আবদুল্লাহ আল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, বদিউল আলম, আশেকুল রহমান, আকরাম হোসেন পাইলট, জাহাঙ্গীর আলম।

ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, মোহাম্মদ ফয়সাল, বেলাল উদ্দিন, তপন দাশ, নুরুল আমিন, মুবিনুল ইসলাম, মকছুদুল হক চট্টু, মহসিন বাবুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন।

 

 

 

 

তারা হলেন, জেসমিন হক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button