তরুণীকে বিয়ে করে ফাঁসলেন জল্লাদ শাহজাহান!
দীর্ঘ ৪৪ বছরের সাজা ভোগ শেষে মুক্ত হয়ে কারাগারের বাইরের দুনিয়ায় পা রেখেছিলেন বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির ফাঁসি কার্যকর করে আলোচনায় আসা জল্লাদ শাহজাহান ভূইয়া। কারাগার থেকে বের হয়ে আপনজন কারও সাহায্য না পেলেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া অনুদান ও কারাগারে থাকার সময় তার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় মুক্ত পৃথিবীতে ফের শুরু করেছিলেন পথচলা। কেরানীগঞ্জে দিয়েছিলেন চায়ের দোকানও। অতীতের ভুলভ্রান্তিকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজাতে করেছিলেন বিয়েও। তবে বিধিবাম স্ত্রীর প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে আজ তিনি ফের পথে এসে দাঁড়িয়েছেন। প্রয়োজন মেটাতে জীবন সায়াহ্নে এসে চাইছেন প্রধানমন্ত্রীর সাহায্য।
সোমবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কারাগার থেকে বের হওয়ার পর মুক্ত পৃথিবীতে শিকার হওয়া নানা প্রতারণা ও ভোগান্তির চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন জল্লাদ শাহজাহান।
জল্লাদ শাহজাহান জানান, কুখ্যাত জঙ্গি বাংলা ভাইসহ, স্বাধীনতাবিরোধী এবং বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্তদের মৃত্যুদণ্ড জল্লাদ হিসেবে কার্যকর করায় তার জীবন আজ একই সঙ্গে নিরাপত্তাহীন। মৃত্যুদণ্ড প্রাপ্তদের লোকজনের তরফে মৃত্যুর আশঙ্কায় ভুগছেন তিনি। তবে তা সত্ত্বেও বঙ্গবন্ধু হত্যার খুনি ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড জল্লাদ হিসেবে কার্যকরের মাধ্যমে তিনি গর্বিত। এতে যদি তার জীবনও চলে যায় তার পরোয়া তিনি করেন না। তবে মুক্তজীবনের পথ চলায় জীবন অতিবাহিত করতে প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাঁই ও কর্মের সংস্থানের আবেদন জানাচ্ছেন তিনি।