বিনোদন

প্রকাশ পেলো রাজ’র নতুন সিনেমা ‘ওমর’ এর টিজার

প্রকাশ পেলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও শরিফুল রাজ অভিনীত ‘ওমর’ সিনেমার ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজার। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

আজ সোমবার এর টিজার প্রকাশ হয়েছে, যেটিকে ‘এক ঝলক’ বলছেন নির্মাতা।

দেড় মিনিটের এই টিজার বা ‘এক ঝলক’ এ শুরুতে চোখে পরবে সমুদ্রের ঢেউ। তার ওপর লেখা, ‘হারানো সময় কখনো ফিরে পাওয়া যায় না।’ ইংরেজিতে একটি প্রবাদ আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দৃশ্যটি যেন এরই রূপক। তারপর দেখা যায়, নানান রঙের বেলুন হাতে সৈকতে এক তরুণী ও চিত্রনায়ক শরিফুল রাজ।

হাসি-আনন্দে মেতেছেন তারা। নেপথ্যে বাজছে আরফিন রুমির কণ্ঠের সুরেলা গান, সেই সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক।

সব মিলিয়ে কি রয়েছে এই ‘ওমর’-এর গল্পে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরে। সব প্রশ্নের উত্তর মিলবে সিনেমার বড় পর্দায়।

ইতিমধ্যে প্রকাশিত ‘‘ওমর’-এর এক ঝলক’ দেখে ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা।

শরিফুল রাজের পাশাপাশি এ সিনেমাতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীর, সেসঙ্গে শরিফুল রাজের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তানজিলা হক মাইশা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোজি সিদ্দিকী।

বিশেষ ভূমিকায় থাকছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

এ সিনেমাটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে অভিনয় করেননি তিনি। ‘ওমর’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।

এর আগে, প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

 

Related Articles

Leave a Reply

Back to top button