প্রবাসে

আমিরাতের বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির মিলনমেলা অনুষ্ঠিত

মেহেদী হাসান, দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ মার্চ বৃহস্পতিবার শারজার একটি হোটেলে আবুধাবি, আল আইন, রাস আল খাইমাসহ বিভিন্ন স্টেটের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের উপস্থিতিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে বিশেষ আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দুবাই ও উত্তর আমিরাত ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শাখা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহুর হোসেন শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক সভাপতি খন্দকার মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাস আল খাইমা সভাপতি জাকির হোসেন, আবুধাবি সভাপতি সোহেল, সাধারণ সম্পাদিকা জলি, আল আইন সভাপতি মফিজসহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও সদস্যরা। এ সময় বক্তারা বলেন, জাতির ক্লান্তিলগ্নে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি গঠনে ইন্জিনিয়ারদের বিশেষ ভূমিকার কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বের সব দেশে বেশ দক্ষতার সাথে কাজ করে আসছে। আমিরাতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেন বাংলাদেশের সুনাম বিশ্বে ছড়িয়ে দিতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

দীর্ঘদিন পরে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনায় এক মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব শেষে দোয়া মাহফিল, ইফতার ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button