বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া
জয় হতে কিছুটা দূরে রয়েছে নিউজিল্যান্ড। তবে সেখানে বাগড়া বাধিয়েছে বৃষ্টি। আপাতত বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বন্ধ রয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নিউজিল্যান্ড এবং তখনই শুরু হয় বৃষ্টি। এখন খেলা শুরু না হলে ডিএলএস পদ্ধতিতে জয় পাবে কিউইরা।
১১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
এ দিকে একের পর এক উইকেট পড়লেও অপর প্রান্তে হাল ধরেছিলেন ওপেনার ফিন অ্যালেন। শেষ পর্যন্ত তাকেও সাজঘরে পাঠান শরিফুল। ৩১ বলে ৩৮ রান করে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন কিউই ওপেনার। এরপরে ধাক্কা সামলিয়ে রান তোলার চেষ্টা করেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। দুজনে মিলে ৩৭ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন।