সাহিত্য ও বিনোদন

চলে গেলেন নাট্যজন আলী যাকের

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আলী যাকের আর নেই।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অভস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যাকের ভাই। শুক্রবার সকালে তিনি মারা গেছেন।’

একাত্তরের রণাঙ্গনের এই বীর যোদ্ধার শেষ শ্রদ্ধানুষ্ঠান কখন কোথায় হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, ‘যাকের ভাইয়ের করোনা পজিটিভ ছিল। ফলে স্বাস্থ্যবিধি মেনে কোনও আয়োজন করা হতে পারে। এ বিষয়টি এখনও নিশ্চিত নয়।’

গত ৪ বছর ধরেই মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এ অভিনেতা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ নভেম্বর তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন তিনি।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের জন্ম। মঞ্চে ও টেলিভিশনে তিনি ছিলেন সমান জনপ্রিয়।

Related Articles

Leave a Reply

Back to top button