সংযুক্ত আরব আমিরাতে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত
সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদী হাসান:
বাংলাদেশ কনস্যলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত যথাযথ মর্যাদায় উদযাপন করেছে প্রথম জাতীয় প্রবাসী দিবস।
দুবাই কনস্যুলেট এর কাউন্সেলর (শ্রম)আব্দুস সালামের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কনসাল জেনারাল কবি বি এম জামাল হোসেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ছাড়াও দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনান মোঃ কাজি ফয়সাল, কাউন্সিলর পাসপোর্ট & ভিসা। মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান মোঃ আরিফুর রহমান, প্রথম সচিব, প্রেস। পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব শ্রম শাহনাজ পারভীন।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন, সেকেন্ড সেক্রেটারি ও এইচ ও সি মানিক রঞ্জন বড়ুয়া।
অশিক্ষিত অদক্ষ শ্রমিক প্রেরণের মাধ্যমে আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার এখন ক্ষতির সাথে সাথে হুমকির মুখে, তাই অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত দক্ষ শ্রমিক প্রেরণ করার উপরে জোর দাবি জানান।
আরব আমিরাত সরকার ভিসা নীতি পরিবর্তন করার কারণে এখন অদক্ষ-অশিক্ষিত শ্রমিক আসতে পারবেনা, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অশিক্ষিত-অদক্ষ শ্রমিককে ভূয়া, জাল মিথ্যা একাডেমিক সার্টিফিকেট দিয়ে আরব আমিরাতে নিয়া আসতেছে যা ইতিমধ্যেই আরব আমিরাত সরকারের নজরে এসেছে বলে বাংলাদেশ কনস্যুলেট জেনারাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এর ফলে সামনে আমাদের শ্রম বাজারে খারাপ প্রভাব পরবে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সব শেষে দেশ ও প্রবাসের কল্যাণে মোনাজাত দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।