সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিজয় উৎসব উদযাপন
দুবাই থেকে মেহেদী হাসান:
নানা আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের বিজয় উৎসব উদযাপন হয়েছে।
গত শনিবার মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন দিয়ে শুরু হয় সারাদিনের অনুষ্ঠান মালা।
সারাদিনের আয়োজনে ছিলো আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। বিকেলে বাংলাদেশ বইমেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানে আবৃত্তি সংগীত ও নাচ পরিবেশন করেন শিল্পীরা।
সম্ভাবনার বাংলাদেশ সহ দুটি আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারাল কবি বি এম জামাল হোসেন।
আলচনায় অংশ নেন ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, ডক্টর হাবিবুল হক খন্দকার, ডক্টর রেজা খান, আরিফুর রহমান, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এছাড়া এইদিনেও ছিলো নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ ও মীর মাসরুর জামান রনি ও নাচ পরিবেশন করেন জয়শ্রী বিশ্বাস ও বাংলাদেশের সংগীতশিল্পী তামান্না হক।