চায়নাতে অনুষ্ঠিত হলো ‘ভিক্টরী ডে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ’
বিজয় দিবস উপলক্ষে “ভিক্টরী ডে ব্যাডমিন্টন চেম্পিয়নশীপ টুর্ণার্মেন্ট -২০২৩ এর আয়োজন করেছে সেনজেন বাংলাদেশ কমিউনিটি ইন চায়না (সংগঠন)।
চায়নার সেনজেন সিটিতে বসবাসরত প্রবাসি বাঙালীদের জন্য আয়োজিত এ খেলায় মোট ৮ টি টিমে ১৬ জন খেলোয়ার অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হন শেনজেন টাইগার্স, (খেলোয়ার – আবীর ও জিন্নাহ), রানার্স আপ হন শাটল ওরিয়র্স ( খেলোয়ার – রিয়াজ ও তারেক), তৃতীয় দল হিসেবে জয়লাভ করে বাংলা টাইটানস্ ( খেলোয়ার -সবরাজ ও ইমতিয়াজ)।
বিজয় দিবস উপলক্ষে “ভিক্টরী ডে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট -২০২৩ ” এর বিজয়ী ও রানার্স আপ ও ৩য় বিজয়ী দলের মধ্যে নগদ অর্থ পুরস্কার বিতরণ করাসহ সকল অংশ গ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হবে আগামী ২৩ ডিসেম্বর হুইজু সীবিচ অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে।
উক্ত টুর্ণামেন্টে টাইটেল স্পন্সর করেন, ইমাম টেলিকম ও এসপিএল, কো-স্পন্সর ছিলেন ওয়ান টাচ, সাফোয়ানা ইন্টারন্যাশনাল লজিস্টিকস ও নেক্সাস। অনুষ্ঠানে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন জাভেদ জাহাঙ্গীর ( জ্যাক) ও মোক্তার হোসেন।