প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে মতবিনিময় সভা
মেহেদী হাসান, নিউজ নাউ বাংলা প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান, ইম্প্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই এর ডিরেক্টর প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ও রন্ধন শিল্পী কেকা ফেরদৌসীর সম্মানে মতবিনিময় সভা ও নৈশভোজ আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত প্রকৃতি ও জীবন ক্লাব।
বৃহস্পতিবার আয়োজিত এ মতবিনিময় সভা ও নৈশভোজে উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনস্যুলেট জেনারাল বি এম জামাল হোসেন ও মিসেস কনসাল আবিদা হুসাইন।
প্রকৃতি ও জীবন ক্লাবের আমিরাত শাখার সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে ও চ্যানেল আই আমিরাত প্রতিনিধি মেহেদী হাসানের পরিচালনায় উক্ত নৈশভোজ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আখলাকুর রহমান।
চ্যানেল আই দর্শক ফোরাম আমিরাত শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী Yeakub Shniuk, চ্যানেল আই দর্শক ফোরামের সম্মানিত উপদেষ্টা আইয়ুব আলী বাবুল সিআইপি সম্মানিত উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী, চ্যানেল আই দর্শক ফোরাম আমিরাত শাখার সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন মইন,
রুজেল তরফদার ও বাকারুল ইসলাম চৌধুরী শাহান।
এসময় সংযুক্ত আরব আমিরাত প্রকৃতি ও জীবন ক্লাব ও আমিরাত দর্শক ফোরামের সকল নেতৃবৃন্দ কে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরীয় এবং কেপ পরিয়ে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুকিত মজুমদার বাবু।