প্রবাসে

আজ থেকে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২৮

মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে দুবাইতে COP28-এর আয়োজন করছে, প্যারিস চুক্তিতে প্রথমবারের মতো বিশ্বের অগ্রগতি মূল্যায়ন করার জন্য একটি মাইলফলক মুহুর্তে সরকার, নাগরিক সমাজ, শিল্প এবং অর্থের নেতাদের একত্রিত করছে। এই স্মমেলনকে সামনে রেখে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে এরিমধ্যে পৌঁছেছেন সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কপ 2023

বাংলাদেশ থেকে মিডিয়া প্রতিনিধি হিসাবে চ্যানেল আই এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত মজুমদার ও তার টিম এসে পৌঁছেছে। তাদেরকে অভ্যর্থনা জানাতে সংযুক্ত আরব আমিরাত প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি জুলফিকার উসমান ও দর্শক ফোরামের সভাপতি ইয়াকুব সৈনিক, সেক্রেটারি সোহরাব হোসেনব ও সংযুক্ত আরব আমিরাত চ্যানেল আই প্রতিনিধি তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এবারের সম্মেলনে যেসব বিষয়ে আলোচনা হবে তার মধ্যে কার্বন নির্গমন বিষয় এছাড়াও অভিযোজন খাতে তহবিল বৃদ্ধি, লস এন্ড ডেমেজ তহবিল গঠনে গুরুত্ব আরোপের পাশাপাশি বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে রাখার জন্য বিশ্ব নেতারা ঐক্যমতে পৌঁছাতে জোড় দেবে। আগামী ১২ ডিসেম্বর কপ২৮ শেষ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button