জাতীয়ফিচার

গ্রামে দিবাযত্ন কেন্দ্র কমাতে পারে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার

দিনের প্রথম ভাগে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেশি ঘটে

ছোট্ট শিশু তাসিন। বয়স মাত্র ৫ বছর । সকালে মা যখন গৃহস্থালি কাজে ব্যস্ত , তাসিন তার বড় ভাই ৭ বছরের তামিলের সাথে খেলতে যায়। বাসার সামনেই ছোট্ট ডোবা। তামিল (৭ ) তার বয়সী শিশুদের সঙ্গে খেলায় মেতে থাকে। অন্যদিকে সাঁতার কি সেটাও বুঝেনা তাসিন। ভাইয়ের দেখাদেখি সেও নেমে পরে সেই ডোবায়। এরপর-ই ঘটে বিপত্তি। তাকে ঠিকভাবে বাসায় না নিতে পারলে মা বকবে। সেই ভয়ে তামিল (৭) প্রাণপণ চেষ্টা চালায় ছোটো ভাইকে উদ্ধার করতে। একটা পর্যায় দু’ভাই তলিয়ে যায় ডোবার পানিতে! কারো আর ফেরা হয়ে উঠেনা। এভাবেই সবার অজান্তে পানিতে ডুবে মারা যায় দুই ভাই।
পানিতে ডুবে শিশু মৃত্যু
এটি ঝিনাইদহের লাউদিয়া গ্রামের একটি ঘটনা। কিন্তু এমন ঘটনা অহরহই শোনা যায়।
আর এসব বিশ্লেষণ থেকেই বিশেষজ্ঞরা বলছেন তিনটি বিষয়:
  • দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে
  • মায়েরা যখন গৃহস্থালী কাজে ব্যস্ত থাকেন, সেই সময়টাইতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে থাকে বেশি
  • ডুবে যাওয়া শিশুদের অধিকাংশের বয়স ৪ বছর বা তার চেয়েও কম

    পানিতে ডুবে শিশু মৃত্যু

    পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে কাজ করছে বেসরকারী প্রতিষ্ঠান সমষ্টি। জাতীয় পর্যায়ের গণমাধ্যম ও স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টালের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ৮৭৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সারাদেশে ১হাজার ১শ ৬৪ শিশুসহ মোট ১হাজার ৪শ ২ জন ব্যক্তি পানিতে ডুবে মারা যায়।

    এর সমাধানের বিষয়ে সংস্থাটি নিম্নরূপ সুপারিশ তুলে ধরেন :

    স্থানীয় পর্যায়ের মানুষজনকে সম্পৃক্ত করে দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা
    • পারিবারিক পর্যায়ের সচেতনাতা তৈরি করা
    • জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

    পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে দিবাযত্ন কেন্দ্র হতে পারে একটি বড় উদ্যোগ :

    বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালক ড. আমিনুর রহমানপানিতে ডুবে শিশু মৃত্যু জানান, ‘‘দারিদ্র্য, অসচেতনতা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাবে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। ঘটনাগুলো বেশিরভাগ ঘটে গ্রামে। কারন সাধারণত গ্রামে বাড়ির আশেপাশের ডোবা-নালা-পুকুর-খাল-বিল সবকিছু উন্মুক্ত। শিশুরা তাই অন্যদের চোখের অলক্ষ্যে জলাশয়ে চলে যায় এবং দুর্ঘটনার শিকার হয়।’’
    এ বিষয়ে একটি গবেষণার ভিত্তিতে তিনি জানান, ‘‘দিনের প্রথমভাগে সাধারণ মায়েরা থাকেন গৃহস্থালীর কাজে ব্যস্ত। এ সময় তার সন্তান অন্য শিশুর সঙ্গে খেলছে, সেটি ভেবেই নিশ্চিন্ত থাকেন। আর এ সময় দুর্ঘটনা বেশি ঘটে। তার মতে, দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে । ‘’
    গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বৃহৎ পরিসরে আঁচল কার্যক্রম পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে অত্যন্ত কার্যকরী। এই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে আঁচল এবং প্লে পেন উভয়ই ১২-৪৭ মাস বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সক্ষম। শিশু দিবাযত্ন কেন্দ্র-আঁচল ২ বছর এবং তদূর্ধ্ব শিশুদের সুরক্ষায় সবচেয়ে সফল হিসেবে প্রমাণিত। যে সময়ে পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সময় শিশুরা আঁচলে সার্বক্ষণিক শিশু পরিচর্যাকারীর নজরদারিতে থাকায় তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে।
    ড. আমিনুর রহমান বলেন, ‘‘গবেষণার ভিত্তিতে আমরা দেখেছি, দিনের প্রথম ভাগে শিশুদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হলে বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার ৭০ শতাংশ রোধ করা সম্ভব। এক্ষেত্রে গ্রামভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র হতে পারে একটি সফল উদ্যোগ। এবং কয়েকটি গ্রামে এই গবেষণার মাধ্যমে, দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলে পরীক্ষা করে দেখা গেছে, সফলভাবে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে গ্রাম ভিত্তিক দিবাযত্ন কেন্দ্র গঠন একটি সফল কার্যকর।’’
    পানিতে ডুবে শিশু মৃত্যু
    তিনি জানান,  ‘‘ব্লুমবার্গ ফিলানথ্রপিসের আর্থিক সহায়তায় সিআইপিআরবি এবং আইসিডিডিআরবি আঁচল (শিশু দিবাযত্ন কেন্দ্র) কার্যএম ২০১২ সাল থেকে পরিচালনা করে আসছে। গবেষণার অংশ হিসাবে ৫৫ হাজার ৭৯০টি প্লে পেন এবং ৩ হাজার ২০৫টি ‘আঁচল’ (শিশু দিবাযত্ন কেন্দ্র) ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নে স্থাপন করা হয়। গবেষণায় দুই বছর ধরে প্রায় ১২ লাখ জনগোষ্ঠীকে দুর্ঘটনাজনিত আঘাত বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ২৩ জন ১-৪ বছর বয়সী শিশুও অন্তর্ভুক্ত ছিলো।’’
    গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বৃহৎ পরিসরে আঁচল কার্যক্রম পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে অত্যন্ত কার্যকরী। এই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে আঁচল এবং প্লে পেন উভয়ই ১২-৪৭ মাস বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সক্ষম। শিশু দিবাযত্ন কেন্দ্র-আঁচল ২ বছর এবং তদূর্ধ্ব শিশুদের সুরক্ষায় সবচেয়ে সফল হিসেবে প্রমাণিত। যে সময়ে পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সময় শিশুরা আঁচলে সার্বক্ষণিক শিশু পরিচর্যাকারীর নজরদারিতে থাকায় তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে।

    গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বৃহৎ পরিসরে আঁচল কার্যক্রম পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে অত্যন্ত কার্যকরী। এই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে আঁচল এবং প্লে পেন উভয়ই ১২-৪৭ মাস বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সক্ষম। শিশু দিবাযত্ন কেন্দ্র-আঁচল ২ বছর এবং তদূর্ধ্ব শিশুদের সুরক্ষায় সবচেয়ে সফল হিসেবে প্রমাণিত। যে সময়ে পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সময় শিশুরা আঁচলে সার্বক্ষণিক শিশু পরিচর্যাকারীর নজরদারিতে থাকায় তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে।

    গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বৃহৎ পরিসরে আঁচল কার্যক্রম পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে অত্যন্ত কার্যকরী। এই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে আঁচল এবং প্লে পেন উভয়ই ১২-৪৭ মাস বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সক্ষম। শিশু দিবাযত্ন কেন্দ্র-আঁচল ২ বছর এবং তদূর্ধ্ব শিশুদের সুরক্ষায় সবচেয়ে সফল হিসেবে প্রমাণিত। যে সময়ে পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সময় শিশুরা আঁচলে সার্বক্ষণিক শিশু পরিচর্যাকারীর নজরদারিতে থাকায় তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে।
    ড. আমিনুর রহমান আরো জানান, ‘‘শহরের ডে কেয়ার সেন্টারগুলো অনেকটা ব্যয়বহুল। কিন্তু গ্রামে শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো করতে হবে অর্থ ছাড়াই। আর এ জন্য সরকারি বে-সরকারীভাবে নানা উদ্যোগ গঠন করতে হবে।’’
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাগ্রামভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র গঠনে সরকারী উদ্যোগ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি জানান, ‘‘এ বিষয়ে সরকার ও দাতা সংস্থার যৌথ উদ্যোগে পাইলট ভিত্তিতে কয়েকটি জেলায় কিছু কিছু কাজ হচ্ছে। শিশু সুরক্ষার জন্য দেশব্যাপী এসব কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ বিষয়ে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রণয়ন করা হয়েছে। ডিপিপিটি যাতে দ্রুত একনেকে অনুমোদন হয়, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’’
    ফারহানা নীলা
    সিনিয়র রিপোর্টার
    নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button