খেলা

সাকিবের ‘‘টাইমড আউট’’ আপিল নিয়ে সাবেকদের বিভিন্ন মন্তব্য

আইসিসির ৪০.১.১ অনুচ্ছদ অনুয়ায়ী, ‘যদি কোনো উইকেট পড়ে বা কোনো ব্যাটার যদি অবসর নেন ক্রিজ থেকে তাহলে পরবর্তী ব্যাটারকে অবশ্যই দুই মিনিটের ভেতর ক্রিজে এসে পরবর্তী বল মোকাবিলা করতে হবে।’
যদি সেটা করতে পরবর্তী ব্যাটার ব্যর্থ হন তাহলে ৪০.১.২ অনুযায়ী সেই ব্যাটার ‘টাইমড আউট’ হবেন। তবে আগত ব্যাটসম্যানকে আবেদন এর ভিত্তিতে টাইমড আউট দেওয়া হবে।
তবে আজ পর্যন্ত কোনো ক্রিকেটার এই ধরণের আবেদন করেননি। যে কাজটি করে দেখালেন বাংলাদেশি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের আবেদনের ভিত্তিতে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন ম্যাথিউস। আর এটা নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বিভিন্ন মন্তব্য করেছেন।
ম্যাথিউসের এই আউটের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে সাবেক ভারতীয় ক্রিকেটার গম্ভীর লেখেন, ‘সত্যিই মর্মান্তিক একটা ঘটনা ঘটলো আজ দিল্লিতে।’
সাবেক প্রোটিয়া লেসার ডেল স্টেইন ‘এক্স’-এ লেখেন, ‘আচ্ছা! ঘটনাটা আরও উত্তপ্ত করে দেবে সব।’
সাবেক ভারতীয় ক্রিকেটার এস বাদ্রিনাথ নিজের মতামত ব্যক্ত করে লেখেন, ‘যদি আমি সাকিব হতাম তাহলে আমি কখনো আপিলের সিদ্ধান্ত জানাতাম না অধিনায়ক হিসেবে। আমি যদি ম্যাথিউস হতাম তাহলে একটা হেলমেট ভেঙেই ঠান্ডা থাকতাম না।’
ম্যাচের ২৫তম ওভারে ক্রিজে এসে এমন টাইমড আউটের শিকার হন ম্যাথিউস। লঙ্কানদের হয়ে ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৫ হাজার ৯০০ রান করার পাশাপাশি ১২২টি উইকেট পেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button