খেলা

ম্যাথিউস অনুরোধ করেছিলেন সাকিবকে

আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিল্লিতে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময়ক্ষেপণ করেন লঙ্কান এই ব্যাটার।

এরপর আম্পায়ারের কাছে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো এই আউট দেখল ক্রিকেট বিশ্ব।

টেলিভিশনে দেখা গেছে, আউট নিয়ে মাঠেই ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি। কিন্তু সাকিব তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। যদিও আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি।

মাচশেষে বাংলাদেশ অধিনায়ক সাকিবের কাছে জানতে চাওয়া হয় তখন ম্যাথিউস কী বলেছিলেন। জবাবে সাকিব বলেন ‘২০০৬ সাল থেকে একে অপরের বিপক্ষে খেলে আসছি। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমি তাকে ভালোভাবে চিনি, সেও আমাকে ভালোভাবে চেনে।

সে আমাকে এসে জিজ্ঞেস করেছে আমি আবেদন তুলে নেব কি না। আমি বলেছি , আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি সেটা করব না।’

সাকিব বলেন. ‘‘আমার দলের ভালোর জন্য এবং জয়ের জন্য আমি যেটা ভালো মনে করেছি, সেটা করেছি।’’

Related Articles

Leave a Reply

Back to top button