সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং ডুবাই কনফারেন্স ২০২৩
মেহেদী হাসান সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং ডুবাই কনফারেন্স ২০২৩ . সরকারের মেঘা প্রজেক্টে সরাসরি প্রবাসীরা অর্থ বিনিয়োগ করতে আগ্রহী কারন এবং এই অর্থের বিনিয়োগ নিরাপদ হবে বলে প্রবাসীরা মনে করেন, যেহেতু সরকার সরাসরি সরকার এই বিনিয়োগের অংশীদার কনফারেন্সে উপস্থিত ব্যবসায়ীদের পক্ষে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এই কথা গুলি তুলে ধরেন।
এনআরবি প্রেসিডেন্ট জনাব এম এস শাকিল চোধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব ডঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কনস্যুলেট জেনারাল দুবাইয়ের মান্যবর কনসাল জেনারাল বি এম জামাল হোসেন,এক্স এম্বাসেডর ইউ এ ই জনাব মহরি সায়েদ। তিপান্তর গ্রুপের চেয়ারম্যান জনাব এইচ এম আরশাদ চৌধুরী।
Branding Bangladesh Beyond Bangladesh dubai confarence 2023. উক্ত অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি ব্যবসায়ী উপস্থিত ছিলেন।