প্রবাসে

দুবাইতে মঞ্চস্থ হবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে তৈরি নাটক “জনকের অনন্তযাত্রা”

মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত :
নাট্যকার মাসুম রেজার নির্দেশনা ও রচনায় “জনকের অনন্তযাত্রা” নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে দুবাই প্রবাসীরা। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় মুজিব বর্ষের মূল নাটক হিসেবে ঢাকার মঞ্চে মঞ্চস্থ হয়েছিলো নাটকটি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করেই এটির গল্প তৈরি করা হয়েছে। মূলত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সরকারি অর্থায়নে নাটকটি নির্মিত হয়েছে। এর গল্প ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের ওপর ঘটে যাওয়া ইতিহাসের নির্মমতার পর তাকে সমাধিস্থ করার ঘটনা নিয়ে।

বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল “হিজল নাটমঞ্চ”র প্রথম প্রযোজনা হিসাবে মঞ্চে আসছে এই নাটকটি। আগামী ৯ সেপ্টেম্বর রাত ৮টায় শারজাহ আল কাসবা অডিটরিয়ামে প্রদর্শিত হবে ‘জনকের অনন্তযাত্রা’।
প্রবাসী দর্শক দেখতে পারবেন ফ্রি ইনভিটেশন এর মাধ্যমে। আর ফ্রি দেখার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারাল দুবাই। দেশে এক সময় নাটক করতেন এমন অভিনেতারা অভিনয় করবেন এখানে। পাশাপাশি রয়েছেন বেশ কিছু নতুন মুখ। প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আজিজুল হাকিম।
এই নাটকের মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে প্রথম আত্নপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা মেহেদী হাসান।
ইতিমধ্যেই বাংলাদেশী প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পরেছে এই ‘‘জনকের অনন্তযাত্রা’’ নাটকটি।

Related Articles

Leave a Reply

Back to top button