খেলা

পর্দা উঠছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের

বৃহস্পতিবার (২১ জুলাই) শুরু হচ্ছে নারী ফুটবলের ফিফা নারী ফুটবল বিশ্বকাপ। যা চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দেশ। নারী বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়।
১৯৯১ সালে চীনে অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল। ২০১১ সালে তা বেড়ে হয়েছিল ১৬টি দলে। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার তা আরো বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে।
এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে:
গ্রুপ এ  নিউজিল্যান্ড  নরওয়ে ফিলিপাইন  সুইজারল্যান্ড
গ্রুপ বি  অস্ট্রেলিয়া  আয়ালল্যান্ড  নাইজেরিয়া কানাডা
গ্রুপ সি  স্পেন  কোস্টা রিকা  জাম্বিয়া জাপান
গ্রুপ ডি  ডেনমার্ক  ইংল্যান্ড চায়না  হাইতি
গ্রুপ ই  যুক্তরাষ্ট্র  ভিয়েতনাম    নেদারল্যান্ড পর্তুগাল
গ্রুপ এফ  ফ্রান্স  জ্যামাইকা    ব্রাজিল  পানামা
গ্রুপ জি  সুইডেন  দক্ষিণ আফ্রিকা ইতালি আর্জেন্টিনা
গ্রুপ এইচ  জার্মানি  মরক্কো কলম্বিয়া দক্ষিণ কোরিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button