রাজনীতি

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

১০ দফাসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির জনসমাবেশ চলছে।

শনিবার (২৭মে) দুপুর ২টা ৩০ মিনিটের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

দুপুর থেকে সমাবেশে স্থল নয়াপল্টনে জোড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

সমাবেশে মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড মোশাররফ হোসেন। আরো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিবেন। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

সমাবেশে কেন্দ্র করে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত একটি রাস্তা বন্ধ হয়েছে। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button