জাতীয়
বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন সমাপ্ত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহীনি বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুই দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
এর আগে বুধবার (২৪ মে) সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সম্মেলন শুরু হয়েছিল।
সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) এই তথ্য নিশ্চিত করেন বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা।