আন্তর্জাতিককরোনা

গিলিয়াড সাইন্সের করোনা ঔষুধ প্রয়োগে সফলতা

পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা। 

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন ও সোস্যাল ডিসটেন্স। বাড়ছে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। থমকে গেছে অর্থনীতির চাকা। এর মাঝেও স্বস্তির বার্তা দিলো যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্থুতকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স।

পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা।   বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন ও সোস্যাল ডিসটেন্স। বাড়ছে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। থমকে গেছে অর্থনীতির চাকা। এর মাঝেও স্বস্তির বার্তা দিলো যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্থুতকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স।   কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা।   চিকিৎসা বিষয়ক সাইট এসটেটের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে রোগীদের উপর কোভিড-১৯ রোগীদের ওপর 'রেমডেসিভির' নামের একটি ওষুধ পরীক্ষামূলক ভাবে ভালোই সফল হয়েছে। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ ব্যক্তিদের সবারই শ্বাসকষ্টের গুরুতর লক্ষণ এবং জ্বর ছিল; কিন্তু এক সপ্তাহের কম চিকিৎসায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের মাত্র দুজন রোগীর মৃত্যু হয়েছে।   ১১৩ জন রোগীর উপর গিলিয়াড সায়েন্সের ঔষধ প্রয়োগ করা হয়েছে। প্রায় সকল রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন         ওষুধ পরীক্ষনের তৃতীয় ধাপে এপ্রিল মাসের শেষভাগে গবেষনা শেষ হয়ে তথ্য বিশ্লেষন এবং পরিমার্জন সাপেক্ষে মে মাসে চূড়ান্ত ফলাফল পাওয়ার আশা করছে গিলিয়াড সায়েন্সকর্তপক্ষ।     অধিক সংক্রামিত রোগীদের উপর পরিচালিত গিলিডের ১৫২ টি গবেষনা এলাকার একটি শিকাগো বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ১৬৯ টি স্থানে কম সংক্রামিত করোনা ভাইরাস রোগীদের উপর পরীক্ষন কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।  বিশ্লেষকরা বলছেন,নমুনা রোগীর সংখ্যা অল্প হলেও গিলিডের পরীক্ষন ফলাফল ‘আশাব্যাঞ্জক ‘ এবং এটি ভবিষ্যৎ গবেষনায় অনুপ্রেরনা। গিলিডের পাশাপাশি,যুক্তরাষ্ট্রের জাতীয় চর্মরোগ এবং সংক্রামক রোগ গবেষনা প্রতিষ্ঠান এনআইএআইডি ৮০০ রোগীর উপর রেমডেসিভির এবং প্লেসবো প্রতিষেধক পরীক্ষন শুরু করে যার ফলাফল গিলিয়াড সায়েন্সের গবেষনার আগে আসার সম্ভাবনা কম। গবেষকরা যখন এই মহামারীর প্রতিষেধকের খোজে ব্যস্ত ,তখন বিশ্বজুড়ে বিশ লাখের বেশি মানুষের মাঝে সংক্রমন ঘটেছে এই জীবানুর।     গিলিয়েড সায়েন্সেস এই ওষুধটি আগেও তৈরি করেছিল। এটি ইবোলার চিকিৎসায় খুব একটা সফল না হলেও প্রাণীদের ওপর পরিচালিত একাধিক গবেষণায় দেখা গেছে যে, এটি করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ও মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর হতে পারে।এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে, করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাবনা দেখিয়েছে রেমডেসিভির।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা। 

পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হচ্ছে করোনা

চিকিৎসা বিষয়ক সাইট এসটেটের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে রোগীদের উপর কোভিড-১৯ রোগীদের ওপর ‘রেমডেসিভির’ নামের একটি ওষুধ পরীক্ষামূলক ভাবে ভালোই সফল হয়েছে। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ ব্যক্তিদের সবারই শ্বাসকষ্টের গুরুতর লক্ষণ এবং জ্বর ছিল; কিন্তু এক সপ্তাহের কম চিকিৎসায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের মাত্র দুজন রোগীর মৃত্যু হয়েছে।

পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হচ্ছে করোনা রোগীরা১১৩ জন রোগীর উপর গিলিয়াড সায়েন্সের ঔষধ প্রয়োগ করা হয়েছে। প্রায় সকল রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 

 

 

তৃতীয় ধাপে এপ্রিল মাসের শেষভাগে গবেষনা শেষ হলে, তথ্য বিশ্লেষন এবং পরিমার্জন সাপেক্ষে মে মাসে চূড়ান্ত ফলাফল পাওয়ার আশা করছে গিলিয়াড সায়েন্স কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হচ্ছে করোনা

অধিক সংক্রামিত রোগীদের উপর পরিচালিত গিলিডের ১৫২ টি গবেষনা এলাকার একটি শিকাগো বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ১৬৯ টি স্থানে কম সংক্রামিত করোনা ভাইরাস রোগীদের উপর পরীক্ষন কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হচ্ছে

বিশ্লেষকরা বলছেন,নমুনা রোগীর সংখ্যা অল্প হলেও গিলিডের পরীক্ষন ফলাফল ‘আশাব্যাঞ্জক ‘ এবং এটি ভবিষ্যৎ গবেষনায় অনুপ্রেরনা। গিলিডের পাশাপাশি,যুক্তরাষ্ট্রের জাতীয় চর্মরোগ এবং সংক্রামক রোগ গবেষনা প্রতিষ্ঠান এনআইএআইডি ৮০০ রোগীর উপর রেমডেসিভির এবং প্লেসবো প্রতিষেধক পরীক্ষন শুরু করে যার ফলাফল গিলিয়াড সায়েন্সের গবেষনার আগে আসার সম্ভাবনা কম। গবেষকরা যখন এই মহামারীর প্রতিষেধকের খোজে ব্যস্ত ,তখন বিশ্বজুড়ে বিশ লাখের বেশি মানুষের মাঝে সংক্রমন ঘটেছে এই জীবানুর।

পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা।   বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন ও সোস্যাল ডিসটেন্স। বাড়ছে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। থমকে গেছে অর্থনীতির চাকা। এর মাঝেও স্বস্তির বার্তা দিলো যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্থুতকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স।   কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা।   চিকিৎসা বিষয়ক সাইট এসটেটের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে,কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতালে রোগীদের উপর কোভিড-১৯ রোগীদের ওপর 'রেমডেসিভির' নামের একটি ওষুধ পরীক্ষামূলক ভাবে ভালোই সফল হয়েছে। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ ব্যক্তিদের সবারই শ্বাসকষ্টের গুরুতর লক্ষণ এবং জ্বর ছিল; কিন্তু এক সপ্তাহের কম চিকিৎসায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের মাত্র দুজন রোগীর মৃত্যু হয়েছে।   ১১৩ জন রোগীর উপর গিলিয়াড সায়েন্সের ঔষধ প্রয়োগ করা হয়েছে। প্রায় সকল রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন         ওষুধ পরীক্ষনের তৃতীয় ধাপে এপ্রিল মাসের শেষভাগে গবেষনা শেষ হয়ে তথ্য বিশ্লেষন এবং পরিমার্জন সাপেক্ষে মে মাসে চূড়ান্ত ফলাফল পাওয়ার আশা করছে গিলিয়াড সায়েন্সকর্তপক্ষ।     অধিক সংক্রামিত রোগীদের উপর পরিচালিত গিলিডের ১৫২ টি গবেষনা এলাকার একটি শিকাগো বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ১৬৯ টি স্থানে কম সংক্রামিত করোনা ভাইরাস রোগীদের উপর পরীক্ষন কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।  বিশ্লেষকরা বলছেন,নমুনা রোগীর সংখ্যা অল্প হলেও গিলিডের পরীক্ষন ফলাফল ‘আশাব্যাঞ্জক ‘ এবং এটি ভবিষ্যৎ গবেষনায় অনুপ্রেরনা। গিলিডের পাশাপাশি,যুক্তরাষ্ট্রের জাতীয় চর্মরোগ এবং সংক্রামক রোগ গবেষনা প্রতিষ্ঠান এনআইএআইডি ৮০০ রোগীর উপর রেমডেসিভির এবং প্লেসবো প্রতিষেধক পরীক্ষন শুরু করে যার ফলাফল গিলিয়াড সায়েন্সের গবেষনার আগে আসার সম্ভাবনা কম। গবেষকরা যখন এই মহামারীর প্রতিষেধকের খোজে ব্যস্ত ,তখন বিশ্বজুড়ে বিশ লাখের বেশি মানুষের মাঝে সংক্রমন ঘটেছে এই জীবানুর।     গিলিয়েড সায়েন্সেস এই ওষুধটি আগেও তৈরি করেছিল। এটি ইবোলার চিকিৎসায় খুব একটা সফল না হলেও প্রাণীদের ওপর পরিচালিত একাধিক গবেষণায় দেখা গেছে যে, এটি করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ও মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর হতে পারে।এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে, করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাবনা দেখিয়েছে রেমডেসিভির।

গিলিয়েড সায়েন্সেস এই ওষুধটি আগেও তৈরি করেছিল। এটি ইবোলার চিকিৎসায় খুব একটা সফল না হলেও প্রাণীদের ওপর পরিচালিত একাধিক গবেষণায় দেখা গেছে যে, এটি করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ও মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর হতে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে, করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাবনা দেখিয়েছে রেমডেসিভির।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button