জাতীয়

আজ ঢাকার বায়ু স্বস্তিদায়ক

আজ ঢাকার বায়ু কেবল সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার বায়ু মানের এই অবস্থা নাগরিকদের অধিকাংশের জন্যই স্বস্তি নিয়ে এসেছে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য এমনটাই বলছে।

আইকিউ এয়ারের সূচকে আজ জাকার্তার স্কোর ১৫৪, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ১০৬, অবস্থান ১২তম।

তালিকায় দেখা গেছে, জাকার্তার পরের স্থানগুলোতে রয়েছে নেপালের কাঠমান্ডু, চীনের উহান ও চেঙডু। পাকিস্তানের লাহোর এবং ভিয়েতনামের হ্যানয় রয়েছে এর পরের অবস্থানগুলোতে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button