আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় লাশের সারি ৩৬ হাজারে

তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে ৩৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের পর তুরস্ক এবং সিরিয়াজুড়ে মৃতের সংখ্যা ৩৬ হাজার ২১৭-এ দাঁড়িয়েছে। শুধু তুরস্কেই মারা গেছেন ৩১ হাজার ৬৪৩ জন। সিরিয়ায় মারা গেছেন ৪ হাজার ৫৭৪ জন।
স্যালভেশন গভর্নমেন্ট গভর্নেন্স অথরিটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সংখ্যার মধ্যে উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত অংশে তিন হাজার ১৬০টিরও বেশি অন্তর্ভুক্ত রয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৪১৪ জন নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button