সাহিত্য ও বিনোদন

সতিকসাসের ‘সংযোগ’ ম্যাগাজিন উন্মোচন রোববার

মহান বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) বিশেষ ম্যাগাজিন ‘সংযোগ’ এর মোড়ক উন্মোচন করা হবে আগামী ১২ ফেব্রুয়ারী (রোববার)।
এ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে “বলবেন আপনারা, শুনবো আমরা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও স্বদেশ প্রোপার্টিজ চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ বলেন, সংযোগের মাধ্যমে দেশের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উঠিয়ে আনা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ইতিহাস ও তার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের চিন্তা ও বুদ্ধিভিত্তিক মননের প্রতিফলন ঘটেছে।
উল্লেখ, ‘সংযোগ’ ম্যাগাজিনে সরকারি তিতুমীর কলেজের সাবেক-বর্তমান প্রতিভাবান শিক্ষার্থী, দেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক-মুক্তিযোদ্ধাদের লেখনী-সাহিত্যকর্মের সুযোগ করে দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button