বিনোদনসাহিত্য ও বিনোদন

‘সত্যিকারের হিরো’কে পাশে পেয়ে আবেগী শাকিব খান

প্রবাসে হোটেল লবিতে ‘সত্যিকারের হিরো’কে খোঁজে পেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবি পোস্ট করে দিলেন আবেগঘন বার্তা।

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বলছে, গত ১৪ জানুয়ারি দুবাই পাড়ি দেন তিনি।

সোমবার এক তরুণের সঙ্গে ছবি করেছেন শাকিব। যে তরুণের সঙ্গে তার দেখা হোটেল লবিতে।

শাকিব লিখেছেন, ‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল। কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে ২০-২১ এর মতো। যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে।’

শাকিব লিখেছেন, ‘দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম।’

নিজের অভিজ্ঞার কথা তুলে ধরে শাকিব লিখেন, ‘চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেক কিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি। প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।’

শাকিব খান এই প্রবাসীদের সত্যিকারের হিরো মনে করেন, ‘প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না, অথচ নীরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।’ ছবিতে থাকা শাকিবের পাশের মানুষটিও তাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button