মরুর বুকে উত্তাপ ছড়ানো মেসি–রোনালদোর রোমাঞ্চকর ম্যাচে পিএসজির জয়
সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। উত্তাপ ছড়ানো এই ম্যাচে ৫-৪ গোলে মেসি-এমবাপ্পে-নেইমাররা জয় পায়।
এই প্রজন্মের কাছে ফুটবল মানেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষ হিসেবে দুজন এই ম্যাচে খেলতে নামার প্রায় শেষ পর্যন্তও দু’জনের মুখে খুশির আভা ছিল। তবে ফুটবল বিশ্বের বর্তমান জাদুকর মেসির ক্ষেত্রে সেই খুশির আভা আরও লম্বা হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় পিএসজি এবং আল নাসর ও আল হিলাল সমন্বিত দল রিয়াদ অল স্টার। ম্যাচটিতে ৫-৪ গোলে জিতে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
প্রীতি ম্যাচ হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতিদ্বন্দ্বীতা দেখলো গোটা বিশ্ব। ম্যাচের প্রতিটি মুহূর্তে ভয়ংকর উত্তেজান আর রোমাঞ্চ। শুরুতেই মেসির গোলে পিএসজির এগিয়ে যাওয়ার পর জবাব দিয়ে ম্যাচে রিয়াদ অল স্টারকে সমতা ফেরান রোনালদো।
গোল বন্যার ম্যাচটিতে ঘটে ‘অপ্রীতিকর’ ঘটনাও। লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নাত। এরপর যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি মিস এবং বিরতিতে যাওয়ার আগে আবার রোনালদোর দ্বিতীয় গোল।
প্রথমার্ধের ২-২ গোলের পর এ সময়ের মধ্যে হলো আরও তিন গোল। স্কোরশিটে নাম লেখান রামোস-এমবাপ্পেও।
ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় পিএসজি। নেইমারের সহায়তায় দারুণ এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা মেসি। ম্যাচের ৩২ মিনিটে ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে রোনালদোকে ফাউল করে বসেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। নিজের আদায় করা পেনাল্টিতে লক্ষ্য ভেদ করে ম্যাচে সমতা ফেরান ‘সিআর সেভেন’।
এর সাত মিনিট পরই ৩৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির জোয়ান বের্নাত। তবে ৪৩ মিনিটে মার্কিনিউসের গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। এ সময় জমে ওঠে খেলা। নেইমারের পেনাল্টি ঠেকান আল-ওয়াইস। আর বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান রোনালদো। ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও জমে ওঠে রোমাঞ্চ। দুই দলই এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাতে। ৫৩ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত অ্যাসিস্টে গোল করে পিএসজিকে ৩-২ গোলে এগিয়ে দেন সার্জিও রামোস। এই গোলের জবাব দিতেও খুব বেশি সময় নেয়নি রিয়াদ অল স্টার। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে লক্ষ্য ভেদ করেন জাং হিউং-সু।
৪ মিনিট পর পর ডি-বক্সের ভেতর হাতে বল লাগিয়ে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় অল স্টার। গোল করে পিএসজিকে ৪-৩ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। ৬২ মিনিটে অবশ্য রোনালদো, মেসি এবং এমবাপ্পে তিনজনই নেমে গেলে শান্ত হয়ে আসে খেলার উত্তাপ। ৭৯ মিনিটে একিতিকের গোলে ব্যবধান ৫-৩ করে পিএসজি। শেষ দিকে অল স্টার আরও এক গোল শোধ করলেও এড়াতে পারেনি ৫-৪ গোলের হার।
পুরো ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচটি যারা দেখেছেন তাদের কাছে আজীবনের জন্যই স্মরণীয় হয়ে থাকবে।