রাজনীতি

বিএনপির ‘কৃতজ্ঞতাবোধ নেই’: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনও কৃতজ্ঞতাবোধ নেই।

বুধবার (২ ডিসেম্বর) চার লেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, ‘সরকারের কোনও ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে। তারা আসলে দেশের দুঃসময়ে জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে।’

‘মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘করোনা, বন্যা, সুপার সাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে; জাতি তা জানতে চায়।’‘

তিনি বলেন, ‘মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের এই দুঃসময়ে বিএনপি কোনও ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।’

‘বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে সরকার’- মির্জা ফখরুলের এ অভিযোগ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। আর সাজা দিয়েছে আদালত। শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দু’বার সাজা স্থগিত করেছেন। তারা এমন একটা দল যাদের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে। বিএনপি ‘সুবিধাবাদ জিন্দাবাদে’ বিশ্বাস করেই বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button