জাতীয়

আঙ্কারায় বঙ্গবন্ধুর, ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য বসাবে তুরস্ক

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানিয়েছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আঙ্কারায় তাঁর একটি ভাস্কর্য স্থাপন করবে তুরস্ক সরকার। অন্যদিকে ঢাকায় স্থাপন করা হবে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের মহানায়ক মোস্তফা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য।

বুধবার (২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তুর্কি রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মুস্তাফা ওসমান বলেন, ‘বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আশা করি, আমরা (তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান) মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবো।’

এসময় তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের ও কামাল আতাতুর্ককে তুরস্কের ‘প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করা হবে।’

রাষ্ট্রদূত জানান, শিগগিরই তুরস্কের রাজধানী আঙ্কারায় শেখ মুজিবের এবং ঢাকায় কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে।

ইস্তাম্বুল ও চট্টগ্রামেও এ ধরনের কোনও ভাস্কর্য স্থাপন করা যায় কিনা- এ বিষয়েও তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তুর্কি রাষ্ট্রদূত।

এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা (তুরস্ক) সিদ্ধান্ত নিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করবে। একইসাথে ঢাকায় কামাল আতাতুর্কের আরেকটি ভাস্কর্য স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘তুর্কির বিজনেস ক্যাপিটাল ইস্তাম্বুল আর বাংলাদেশের বাণিজ্যিক নগরী খ্যাত চট্টগ্রামেও এরকম কিছু করা যায় কিনা- সেটি নিয়ে আমরা আলোচনা করেছি।’

ড. হাছান আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আমরা কমন ভ্যালুস শেয়ার করি। আমাদের অনেক কমন কালচার আছে। মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতি দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button