জাতীয়

ঔষুধ খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবেঃ সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের ৯৮ শতাংশ চাহিদা পূরণ করে বিদেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যে ওষুধ রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ১২তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সালমান এফ রহমান বলেন, গুণগত মানের কারণে বিশ্ব বাজারে বাংলাদেশি ওষুধের চাহিদা বাড়ছে। ওষুধ শিল্পে নতুন প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোতে অনেক প্রতিষ্ঠান আসে নতুন প্রযুক্তি নিয়ে, এতে অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ ওষুধ শিল্প দিনদিন উন্নতি করছে। বাংলাদেশ ১৪০টি দেশে ওষুধ রপ্তানি করছি। সরকার ঘোষণা করেছে, এ শিল্প অগ্রাধিকার শিল্প। আমরা আনন্দিত দেশের সর্ববৃহৎ এ এক্সপো আয়োজন করায়। এ এক্সপোর মাধ্যমে এ শিল্প আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওষুধ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, আমাদের ওষুধ বিশ্বমানের। গুণগত মান নিশ্চিত করেই ওষুধ উৎপাদন করা হয়। ফলে উন্নত বিশ্বের অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হবে আগামী (১ মার্চ) রোববার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ এক্সপো। এক্সপোতে ১৮টি দেশের ৫০০ কোম্পানি অংশগ্রহণ করেছে।এ ধরণেন আয়োজন নিয়মিত হলে দেশের ঔষধ শিল্প অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button