বিনোদনসাহিত্য ও বিনোদন
সেরা টিকটকার সামিরা, চতুর্থ মেহজাবীন
এবার বছরের সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হলেন অভিনেত্রী সামিরা খান মাহি।
সম্প্রতি ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে টিকটক।
প্রকাশিত সেই প্রতিবেদনেই উঠে এসেছে, সামিরা মাহির তৈরি করা কন্টেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন হামজা খান শায়ান ও অনির্বাণ কায়সার। চতুর্থ স্থানে আছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
টিকটকে সামিরা খান মাহির আছে ৪৫ লাখের বেশি অনুসারী। আর মেহজাবীনের অনুসারী আছে ২৪ লাখের বেশি।