জাতীয়ফিচারসাহিত্য ও বিনোদন

আজ চৈত্র সংক্রান্তি; কোথাও নেই কোন আয়োজন

আজ চৈত্র সংক্রান্তি।  বাংলা বছরের শেষ দিন। ঋতুরাজ বসন্তের বিদায়। আসছে বাংলা নতুন বছর ১৪২৭।

প্রকৃতিতে বিদায়ের রাগিনী। নানা রং রূপ ও ফুলের পসরা নিয়ে, বসন্তের কোকিলের সুরকে বিদায় জানিয়ে আসছে বৈশাখ।

চৈত্র সংক্রান্তি

বৈশাখের আগে ঋতুরাজ বসন্তের আগমনও বাঙালীর উৎসব। তেমনি প্রাচীন প্রথানুসারে বসন্তের বিদায়ও হয় উৎসব করে। বসন্তের শেষ মাস চৈত্র, আর চৈত্রের শেষ দিন সংক্রান্তি। গবেষকদের মতে, চৈত্র সংক্রান্তি ধর্মীয় আচার থেকে লোকসংস্কৃতির অংশ হয়েছে। এদিনে আচার অনুষ্ঠানকে পুণ্যের গণ্য করা হয়।

চৈত্র সংক্রান্তি

চৈত্র সংক্রান্তির উৎসবেও ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালীর চিরায়ত সব বাহারী খাবারের আয়োজন হয়।

গাছে এখন নতুন ফলের সমাহার। হঠাৎ মেঘ কালো করে বৈশাখী ঝড়ো হাওয়া।

চৈত্র সংক্রান্তি

তবে এবারে বাঙালির জন্য বিদায় বছর আর নতুন বছর দুটোই অন্যরকম। এবার চারুকলার বকুলতলা শূণ্য। রমনা বটমূলে নেই কোন আয়োজন। চারুকলা থেকে বের হবে না মঙ্গল শোভাযাত্র। করোনা নামক এক ভাইরাস এবার নতুন বছরের সব আনন্দ আয়োজনকে ফিকে করে দিয়েছে।

চৈত্র সংক্রান্তি

তবুও, মঙ্গলবার সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। যে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব – নতুন বালাদেশ । বাংলাদেশসহ বিশ্বের বাঙালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই আজ পুরনো বছরকে বিদায় আর আগামীকাল নতুনবছরকে বরণ করে নেবে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।

চৈত্র সংক্রান্তি

 

 

বাঙালির চাওয়া ফিরে আসুক শুভ দিন। দূর হয়ে যাক অশুভ।

 

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজনাউবাংলা.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button