জাতীয়

নববর্ষ উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভাষণ দেবেন তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।’

তিনি জানান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও সম্প্রচার করবে প্রধানমন্ত্রীর এ ভাষণ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নেয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে সবশেষ গত ২৫ মার্চ গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশে পহেলা বৈশাখের যেকোনও অনুষ্ঠান আয়োজন কিংবা লোকসমাগম না করতে আগেই সরকারি নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও বারবার দেশবাসীকে বৈশাখ উদযাপনে কোথাও জড়ো না হওয়ার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে দেশে ৬২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button