খেলা

মেসির সঙ্গে কথা বললেন বার্সার সভাপতির

সম্প্রতি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বর্তমান ক্লাব ঠিকানা বদল হতে যাচ্ছে। পিএসজির সঙ্গে এই বিশ্বজয়ী মহাতারকার চুক্তি নবায়ন না করার ব্যাপারে ইতোমধ্যেই জানিয়েছে দু’পক্ষ। যদিও এরপর ফরাসি জায়ান্টরা পরবর্তী মৌসুমে সম্ভাব্য শিরোপা হাতছাড়া করতে রাজি নয়। তাই তো মেসিকে আবারও রেখে দেওয়ার চেষ্টা চলছে বলে মৃদু গুঞ্জন রয়েছে। এদিকে কয়েকটি ক্লাব আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাপারে আগ্রহী হলেও, এখনও তার পরবর্তী গন্তব্য নিশ্চিত নয়। এর মাঝেই বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, তার সঙ্গে বর্তমান এই পিএসজি তারকার কথা হয়েছে।
সম্প্রতি এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তারা অনেক আগেই পিছিয়ে দিয়েছিল। তাই তাদের শিরোপা উৎসবের ছিল কেবল কিছু সময়ের অপেক্ষা। তবে মেসি বিহীন কাতালান ক্লাবটি এই প্রথম লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই তো শিরোপা জয়ের পর এই মহাতারকা প্রসঙ্গই বারবার ওঠে এসেছে। জয়ের উৎসবে খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুমে নেচেগেয়ে মেতে উঠেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।
সেখানে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লাপোর্তা। তারই বরাত দিয়ে দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ও স্কাই স্পোর্টস ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো একটি টুইট করেছেন। স্পেনের কিংস লিগের দল জিজান্তেস এফসিতে কথাটি বলেছেন লাপোর্তা, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’
কাতালান ক্লাবটির উদ্‌যাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাপোর্তা। সেখানে শিরোপা জয় নিয়ে প্রশ্নের একপর্যায়ে উঠে আসে মেসি-প্রসঙ্গ। মেসিকে ফেরানো নিয়ে জিজ্ঞেস করা হলে লাপোর্তা বলেন, ‘এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আগামী মৌসুমে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরির সম্ভাব্যতা নিয়ে কাজ করছি।’
এই আর্জেন্টাইনের জন্য যখন বার্সা তুমুল প্রস্তুতি নিয়ে আগাচ্ছে, তখন পিএসজি সমর্থকদের মুখে বারবার দুয়ো শুনছেন মেসি। অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি, যদিও পরে তা কমিয়ে দেওয়া হয়। এই সময়ে মাঠে এবং মাঠের বাইরে মেসিকে দুয়ো দেন সমর্থকরা। সেই প্রসঙ্গ টেনে এনে লাপোর্তা বলছেন, ‘মেসির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’
তবে মাটিতে পা রেখেছেন কাতালান ক্লাবটির প্রধান। কারণ মেসিকে পেতে বেশ কিছু হিসাব মেলাতে হবে বার্সাকে। উয়েফার আর্থিক সংগতি নীতি মেনেই তাকে নিতে হবে। একইসঙ্গে লা লিগার বেতনকাঠামোও মানতে হবে। এ নিয়ে লাপোর্তার মন্তব্য, ‘আর্থিক সংগতি নীতি মেনে ভালো দল গঠন করতে আমরা ক্লাবের খরচ কমাব। আগামী মৌসুমে দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমরা পরিকল্পনা সাজাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button