খেলা

আজ মাঠে নামছে ব্রাজিল-ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা-নেদারল্যান্ডস

আজ শুক্রবার রাতে পেলের দেশ ব্রাজিল আর ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা খেলতে নামছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ভিন্ন ভিন্ন ম্যাচে রাত ৯ টায় ব্র্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং রাত ১ টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এই খেলার সমীকরণে মাধ্যমে ৩২ বছর পর আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে কাতার বিশ্বকাপে। আর দু’দলের দেখা হলে সেটা হবে সেমিফইনালে।

আজ শুক্রবার রাতই ঠিক করে দেবে ১৯৯০ সালের পর বিশ্বকাপে আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখা যাবে কি না।

সর্বশেষ হয়েছিল ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। তাও নকাউট পর্বে। সর্বশেষ ওই সাক্ষাতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল ম্যারাডোনার দল আর্জেন্টিনা। ৮১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ক্যানিজিয়া।

আজ প্রশ্ন মনে নিয়ে উন্মুখ হয়ে আছে বিশ্ব। অনেক দিন পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার সৌভাগ্য কি হবে ? আজ রাতেই পাওয়া যাবে সেই উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button