মন্তব্য কলাম

জ্যা ইউজিন পল ক্যুঁয়ে: আমাদের মুক্তিযুদ্ধের দুঃসাহসী মানবিক বন্ধু: বাবুল আশরাফ

জ্যা ইউজিন পল ক্যুঁয়ে। সংক্ষেপে জ্যা ক্যুঁয়ে। এক মহান হৃদয় ফরাসি যুবক। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় খবরের কাগজ পড়ে জানলেন- কোটি বাঙালি শরণার্থী ভারতে দুর্বিষহ কষ্টে আছে। তিনি কলকাতায় এলেন। সরেজমিনে দেখলেন তাদের অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্দশা।

ফিরে গেলেন ফ্রান্সে। শরণার্থীদের জন্য সাহায্যের দাবি তুললেন ফ্রান্স সরকারের কাছে। তারপর ১৯৭১ এর জুনে সরকারকে তার দাবি মানতে বাধ্য করার উদ্দেশ্যে ফরাসি বিমান ছিনতাই করলেন।

দাবি তার একটিই- ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের শরণার্থীদের পর্যাপ্ত সাহায্য প্রদান করতে হবে। ফ্রান্স সরকার তার দাবি মেনে নিলে সে আত্মসমর্পণ করে। শরণার্থীদের জন্য ফ্রান্স সরকার সাহায্য পাঠাতে শুরু করে।

আর ইউজিন? দুঃসাহসী ইউজিন তখন বিমান ছিনতাই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পেয়ে সাফল্যের তৃপ্তি নিয়ে আনন্দমনে জেল খাটছেন।

সেল্যুট,
জ্যা ইউজিন পল ক্যুঁয়ে।
আমাদের মুক্তিযুদ্ধের দুঃসাহসী মানবিক বন্ধু।

Related Articles

Leave a Reply

Back to top button