খেলা

অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবী

বিশ্বকাপে ব্যর্থতার এই দায় মাথায় নিয়ে, পদ থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তান দলের অধিনায়কের মোহাম্মদ নবী।

এই অলরাউন্ডারের নেতৃত্বেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় আফগানরা। অধিনায়কত্ব ছাড়ার পেছনে সাম্প্রতিক সময়ে নিজের খারাপ ফর্মকেই প্রাথমিক কারণ দেখিয়েছেন নবী।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে তিনি লিখেন, আমি দুই বছরের বেশি সময় যাবৎ অধিনায়কের দায়িত্বে ছিলাম। দলের হয়ে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছি। বিশ্বকাপের মতো বড় আসরে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত।

দলের হয়ে বর্তমানে খারাপ সময় পার করছেন জানিয়ে ক্রিকেট বোর্ডকে আমার পদত্যাগপত্র গ্রহণের আকুতি জানান তিনি। সেসঙ্গে তাকে টিমের খেলোয়াড় হিসেবে র‍াখার অনুরোধ করেছ্নে বলেও জানান তিনি।

২০১৩ সালের মার্চে অধিনায়ক হিসেবে নওরোজ মঙ্গলের স্থলাভিষিক্ত হয়েছিলেন নবী। এরপর তার অধীনে ২৮টি ওয়ানডের মধ্যে ১৩টিতে জয় পায় আফগানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ ম্যাচে অধিনায়কত্ব করে ১২টিকে জয় পায় নওরোজ।

আফগানিস্তানের হয়ে ৫১টি ওয়ানডে ম্যাচে ২৮.৯৭ গড়ে ১,১৫৯ রান সংগ্রহ করেছেন নবী। এর মধ্যে সাতটি ফিফটি রয়েছে। আর বোলিংয়ে ৪.৩৬ ইকোনমি রেটে নিয়েছেন ৪৫ উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button